Saturday, June 8, 2013

USB ড্রাইভ দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন আপনার কম্পিউটারে।


আমাদের কম্পিউটারে যত ভাইরাস আসে তার ৯০% আসে USB ড্রাইভ দিয়ে 
[
এটা শুধু যে সব ভাইরাস অটোরানের মাধমে আপনার কম্পিউটরে প্রবেশ করে এদের কে ঠেকাবে]

কিভাবে USB দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করবেন

Win-7
এর জন্য
1. Start Menu,
থেকে Run ক্লিক করুন
2. gpedit.msc
টাইপ করে এন্টার করুন
3. ‘Group Policy‘,
নামের একটা উইন্ডো আসবে
4.
প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘Windows Components‘, ক্লিক করুন
5.
ডান প্যানেলে ‘AutoPlay Policies‘ তে ডাবল ক্লিক করুন
6.
একটা নতুন পপ আপ উইন্ডো আসবে
7.
ডানে Turn off autoplay on "All Drivers" সিলেক্ট করে apply দিয়ে Ok করুন

Win-XP
এর জন্য
1. Start Menu,
থেকে Run ক্লিক করুন
2. gpedit.msc
টাইপ করে এন্টার করুন
3. ‘Group Policy‘,
নামের একটা উইন্ডো আসবে
4.
প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘System‘, ক্লিক করুন
5.
ডান প্যানেলে ‘Turn off Autoplay‘ তে ডাবল ক্লিক করুন
6.
একটা নতুন পপ আপ উইন্ডো আসবে
7. Settings
এর ভিতর থেকে ‘Enabled‘ ক্লিক করুন
8. Turn off autoplay on "All Drivers"
সিলেক্ট করে apply দিয়ে Ok করুন

0 comments:

Post a Comment