Tuesday, July 23, 2013

অ্যান্ড্রয়েডে Ram ফ্রি করুন, অপ্রয়োজনীয় রানিং এপস ফ্রিজ করুন!

অপ্রয়োজনীয় এমন অনেক এপস রয়েছে যেগুলো ব্যকগ্রাউন্ডে চালু থাকে প্রচুর Ram দখল করে এবং মোবাইলকেও স্লো করে ফেলে।
সেটিং থেকে এসব বন্ধ করার পরেও কিছুক্ষণ পর আবার নিজে নিজেই স্টার্ট হয়ে Ram দখল করে!
আজ আপনাদেরকে এই সমস্যার বেশ কার্যকরী একটি সমাধান দিব! তবে এই সুবিধা শুধুমাত্র রুটেড এন্ড্রয়েড মোবাইলের জন্য প্রযোজ্য!
প্রথমেই এই এপটি বিনামূল্যে ( গুগল প্লে মুল্য: ২.৩০ ডলার) ডাউনলোড করে নিন।
ইনস্টল করে অপেন করুন। রুট পারমিশন চাইলে এলাউ করুন! এখন উপরে বার থেকে App Control অপশনে যান! এখন রিফ্রেশ করলে আপনার মোবাইলে থাকা সকল এপস গুলো দেখাবে!
এখন যে এপটি পারমানেন্টলি বন্ধ করতে চান তার নামের উপর প্রেস করুন! নতুন যেই মেনু আসবে তাতে Freeze নামক বাটন দেখতে পাবেন।
এখন ফ্রিজ বাটনে প্রেস করুন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এপটি ফ্রিজ হয়ে যাবে। এবং এই এপটি আর রান করবে না অর্থাৎ ফ্রিজ হয়ে থাকবে। এবং যখন এপটি ব্যবহার করার দরকার হবে ঠিক একি ভাবে আনফ্রিজ করে নিলেই হবে!
ফ্রিজ করলে এপটি মেনুতে দেখাবে না। এবং আনফ্রিজ করার পর ঠিক আগের মতোই এপটি ফেরত পাবেন কোন সমস্যা ছাড়াই।
এখন অপ্রয়োজনীয় সব এপস ফ্রিজ করুন আর আপনার এন্ড্রয়েড কে আরো দ্রুত করুন। Ram ফ্রি করে মাল্টি টাস্কিং করুন! সকলকে ধন্যবাদ। :)

এনালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেম।

Digital: ডিজিট(Digit) শব্দ থেকে আসছে ডিজিটাল(Digital)। Digit মানে হচ্ছে সংখা। এটি দ্বারা বিচ্ছিন্ন গণণা করা হয়। এ টপিক্সটি কম্পিউটার ও ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয় যেখানে স্বাভাবিক সংখা বা স্বাভাবিক তথ্যকে বাইনারি সংখাতে রুপান্তরিত করতে হয়। আমরা ডিজিটাল বলতে একটি ডিজিটাল সিস্টেমকে বুঝি যা হচ্ছে বিচ্ছিন্ন মান নিয়ে গঠিত একটি তথ্য প্রযুক্তি। এখন এর সাথে এনালগের কথা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। এনালগ সিস্টেম হচ্ছে অবিচ্ছিন্ন মান নিয়ে গঠিত সিস্টেম। এখন পর্যন্ত মনে আপনাদের কিছুই বুঝাতে পারিনি। এবার একটু চেষ্টা করে দেখি। এনালগ ও ডিজিটাল এর পার্থ্যক্য দিলেই মনে হয় সহজে বুঝতে পারবেন।
মনে করুন আপনার হাতে একটি পাইপ আছে, যা একটি কল বা টেপ এর সাথে যুক্ত। এবার আপনি টেপটি ছেড়ে দিয়েছেন ফলে পাইপের মুখ দিয়ে পানি বের হবে। এখন পানির যথেষ্ট পরিমান স্পীড আছে মনে করুন এবং পাইপের মুখে দিয়ে পানি ক্রমাগত বের হচ্ছে। এ ক্রমাগত পানি বের হওয়াই হচ্ছে অবিচ্ছিন্ন বা এনালগ সিস্টেম। এখন আপনি মুখ একবার বন্ধ করেন আবার খুলেন। তাহলে দেখবেন পানি ও এক বার বের হয় আবার বের হয় না। আর এটাই হচ্ছে বিচ্ছিন বা ডিজিটাল সিস্টেম।
উপরের উদাহরনে আপনারা ডিজিটাল ও এনালগ কি তা বুঝার কথা।  ডিজিটাল সম্পর্কে জানতে হলে এনালগ ও চলে আসে তাই এ চেষ্টা। আপনার একটি দেওয়াল গড়ি রয়েছে। যা কাঁটা দিয়ে সময় প্রকাশ করে। আর আপনার হাতে একটি ঘড়ি রয়েছে যা সংখা দিয়ে সময় প্রকাশ করে। এখন আপনি একটু তুলনা করুন। দুটি ঘড়ির সময় একই। কিন্তু সময় দেখানো নিয়ে একটু সমস্যা রয়েছে।
ডিজিটাল ঘড়িকি আপনাকে সময়ের ভগনাংশ দেখায়? মনে করুন আপনার হাতে একটা ডিজিটাল ঘড়ি আছে। ঘড়িতে এখন বাজে ১০টা১০ মিনিট ১০ সেকেন্ড। দেয়ালে একটা এনালগ ঘড়ি আছে ঐটাতেও একই সময়। এক সেকেন্ড পর আপনার হাতের ডিজিটাল ঘড়িতে হবে ১০ টা ১০ মিনিট ১১ সেকেন্ড। মাঝখানের সময়ের ভগনাংশ কিন্তু ডিজিটাল ঘড়ি দেখাতে পারে নি। কিন্তু এনালগ ঘড়িতে প্রতি মুহুর্তেই মান পাওয়া যায়। আর ডিজিটাল সিস্টেমে একটা নির্দিষ্ট সময় পর পর মান পাওয়া যায়।