Tuesday, July 23, 2013

অ্যান্ড্রয়েডে Ram ফ্রি করুন, অপ্রয়োজনীয় রানিং এপস ফ্রিজ করুন!

অপ্রয়োজনীয় এমন অনেক এপস রয়েছে যেগুলো ব্যকগ্রাউন্ডে চালু থাকে প্রচুর Ram দখল করে এবং মোবাইলকেও স্লো করে ফেলে।
সেটিং থেকে এসব বন্ধ করার পরেও কিছুক্ষণ পর আবার নিজে নিজেই স্টার্ট হয়ে Ram দখল করে!
আজ আপনাদেরকে এই সমস্যার বেশ কার্যকরী একটি সমাধান দিব! তবে এই সুবিধা শুধুমাত্র রুটেড এন্ড্রয়েড মোবাইলের জন্য প্রযোজ্য!
প্রথমেই এই এপটি বিনামূল্যে ( গুগল প্লে মুল্য: ২.৩০ ডলার) ডাউনলোড করে নিন।
ইনস্টল করে অপেন করুন। রুট পারমিশন চাইলে এলাউ করুন! এখন উপরে বার থেকে App Control অপশনে যান! এখন রিফ্রেশ করলে আপনার মোবাইলে থাকা সকল এপস গুলো দেখাবে!
এখন যে এপটি পারমানেন্টলি বন্ধ করতে চান তার নামের উপর প্রেস করুন! নতুন যেই মেনু আসবে তাতে Freeze নামক বাটন দেখতে পাবেন।
এখন ফ্রিজ বাটনে প্রেস করুন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এপটি ফ্রিজ হয়ে যাবে। এবং এই এপটি আর রান করবে না অর্থাৎ ফ্রিজ হয়ে থাকবে। এবং যখন এপটি ব্যবহার করার দরকার হবে ঠিক একি ভাবে আনফ্রিজ করে নিলেই হবে!
ফ্রিজ করলে এপটি মেনুতে দেখাবে না। এবং আনফ্রিজ করার পর ঠিক আগের মতোই এপটি ফেরত পাবেন কোন সমস্যা ছাড়াই।
এখন অপ্রয়োজনীয় সব এপস ফ্রিজ করুন আর আপনার এন্ড্রয়েড কে আরো দ্রুত করুন। Ram ফ্রি করে মাল্টি টাস্কিং করুন! সকলকে ধন্যবাদ। :)

এনালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেম।

Digital: ডিজিট(Digit) শব্দ থেকে আসছে ডিজিটাল(Digital)। Digit মানে হচ্ছে সংখা। এটি দ্বারা বিচ্ছিন্ন গণণা করা হয়। এ টপিক্সটি কম্পিউটার ও ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয় যেখানে স্বাভাবিক সংখা বা স্বাভাবিক তথ্যকে বাইনারি সংখাতে রুপান্তরিত করতে হয়। আমরা ডিজিটাল বলতে একটি ডিজিটাল সিস্টেমকে বুঝি যা হচ্ছে বিচ্ছিন্ন মান নিয়ে গঠিত একটি তথ্য প্রযুক্তি। এখন এর সাথে এনালগের কথা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। এনালগ সিস্টেম হচ্ছে অবিচ্ছিন্ন মান নিয়ে গঠিত সিস্টেম। এখন পর্যন্ত মনে আপনাদের কিছুই বুঝাতে পারিনি। এবার একটু চেষ্টা করে দেখি। এনালগ ও ডিজিটাল এর পার্থ্যক্য দিলেই মনে হয় সহজে বুঝতে পারবেন।
মনে করুন আপনার হাতে একটি পাইপ আছে, যা একটি কল বা টেপ এর সাথে যুক্ত। এবার আপনি টেপটি ছেড়ে দিয়েছেন ফলে পাইপের মুখ দিয়ে পানি বের হবে। এখন পানির যথেষ্ট পরিমান স্পীড আছে মনে করুন এবং পাইপের মুখে দিয়ে পানি ক্রমাগত বের হচ্ছে। এ ক্রমাগত পানি বের হওয়াই হচ্ছে অবিচ্ছিন্ন বা এনালগ সিস্টেম। এখন আপনি মুখ একবার বন্ধ করেন আবার খুলেন। তাহলে দেখবেন পানি ও এক বার বের হয় আবার বের হয় না। আর এটাই হচ্ছে বিচ্ছিন বা ডিজিটাল সিস্টেম।
উপরের উদাহরনে আপনারা ডিজিটাল ও এনালগ কি তা বুঝার কথা।  ডিজিটাল সম্পর্কে জানতে হলে এনালগ ও চলে আসে তাই এ চেষ্টা। আপনার একটি দেওয়াল গড়ি রয়েছে। যা কাঁটা দিয়ে সময় প্রকাশ করে। আর আপনার হাতে একটি ঘড়ি রয়েছে যা সংখা দিয়ে সময় প্রকাশ করে। এখন আপনি একটু তুলনা করুন। দুটি ঘড়ির সময় একই। কিন্তু সময় দেখানো নিয়ে একটু সমস্যা রয়েছে।
ডিজিটাল ঘড়িকি আপনাকে সময়ের ভগনাংশ দেখায়? মনে করুন আপনার হাতে একটা ডিজিটাল ঘড়ি আছে। ঘড়িতে এখন বাজে ১০টা১০ মিনিট ১০ সেকেন্ড। দেয়ালে একটা এনালগ ঘড়ি আছে ঐটাতেও একই সময়। এক সেকেন্ড পর আপনার হাতের ডিজিটাল ঘড়িতে হবে ১০ টা ১০ মিনিট ১১ সেকেন্ড। মাঝখানের সময়ের ভগনাংশ কিন্তু ডিজিটাল ঘড়ি দেখাতে পারে নি। কিন্তু এনালগ ঘড়িতে প্রতি মুহুর্তেই মান পাওয়া যায়। আর ডিজিটাল সিস্টেমে একটা নির্দিষ্ট সময় পর পর মান পাওয়া যায়।

Friday, June 21, 2013

একই কম্পিউটার এর একাধিক ইউজার কে কন্ট্রোল করুন আপনার হাতে !


আমরা অনেকেই থাকি যাদের একটি কম্পিউটার কিন্তু ইউসার অনেকে থাকে বা থাকতে পারে জাই ই হোক আমরা দেখব আমরা কিভাবে অন্ন ইউজার কে কন্ট্রোল করতে পারি সে জন্য আমাদের প্রথমেই START বাটন এ ক্লিক করতে হবে তারপর CONTROL PANEL এ যেতে হবে



তার পর PARENTAL CONTROLS এ যেতে হবে





এবং ভিন্ন ইউজার সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে IT SOLUTION সিলেক্ট করেছি এবং * ‘On, enforce current settings’ বাটনে ক্লিক করতে হবে।

ছবির মত



তারপর ALLOW AND BLOCK SPECIFIC PROGRAMS এ ক্লিক করতে হবে দেন নতুন একটা উইন্ডো ওপেন হবে



যেখানে IT SOLUTION CAN ONLY USE PROGRAMS I ALLOW সিলেক্ট করতে হবে এবং ** IT SOLUTION এখানে ইউজার নেম তারপর এপ্লিকেশন পাথ loading হবে এবং আপ্নের কম্পিউটার এর সব সফটওয়্যার এখানে চলে আসবে



দেন আপনি যেই সফটওয়্যার টা সিলেক্ট করবেন সেটাই ব্লক হয়ে যাবে !!!

যেমন আমি অপেরা ওডেস্ক ইটিছি সিলেক্ট করসি সর্ব শেষ ওকে করে বের হয়ে আসতে হবে দেন আপ্নের কাজ শেষ …।।তাহলেওইনভিন্ননুসের আর অই নিদিষ্ট সফটওয়্যার গুলু ব্যবহার করতে পারবেনা এমন আরও অনেক কিছু করা যাবে যেমন কোন ব্যবহার কারী কে নিদিষ্ট দিনের নিদিষ্ট সময় কম্পিউটার চালু করা থেকে বিরত রাখা যাবে



এবং নিদিষ্ট গেম ও ব্লক করা যাবে ……………।।

Python সফটওয়্যার দিয়ে ফ্রী ইন্টারনেট চালান আপনার প্রিয় স্যম্বিয়ান মোবাইল এ, অপেরা, উইসি, রকেট প্রথমআলো দিয়ে।

আসসালামুলাইকুম,আশা করি সিম্বিয়ান Userরা ভালোই আছেন। আজ আমি বলব কিভাবে পাইথন ও বিডি প্রক্সি সফটওয়্যার দিয়ে স্যম্বিয়ান মোবাইল এ ফ্রী নেট চালাবেন।
প্রথমেয় পাইথন সফটওয়্যার টি ডাউনলোড করুন করুন এইটা BD Proxy ওপেন করতে সাহায্য করে।

Python Donwnload


তারপর আপনাকে একটা মেনুয়াল কনফিগারেশন তৈরি করতে হবে



BD Proxy settings:

Connection Name: Gp Free
Apn: Gpmms
Proxy: 127.0.0.1
Port: 123



তারপর এক এক করে নিচের সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন।


BD Proxy এখানে ক্লিক করুন।


UC Browser এখানে ক্লিক করুন।


QQ Browser এখানে ক্লিক করুন।


Rocke Talk এখানে ক্লিক করুন।


Prothom Alo এখানে ক্লিক করুন।


আপনি BD Proxy ওপেন করে Gp Free সিলেক্ট করে minimize করেন। ৪ টা সফটওয়্যার থেকে যেকোনোটা ব্যবহার করা যাবে। এই ৪ টা সফটওয়্যার ব্যবহার করতে অবশ্যই BD Proxy লাগবে আর ৪ টা সফটওয়্যার ইনস্টল দিয়ে Gp Free সিলেক্ট করতে হবে।



আশা করি সবাই বুঝতে পারছেন। এবার ইচ্ছা মতো জিপিতে ফ্রী ইন্টারনেট চালাতে থাকেন।

বুঝতে না পারলে কমেন্ট করবেন। ধন্যবাদ

Friday, June 14, 2013

ল্যাপটপ ব্যাটারির আয়ু বৃদ্ধির ছয় উপায়…!


আসসালামু আলাইকুম,
ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করছেন অথচ এমন সময়ে দেখলেন ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে! অধিকাংশ ল্যাপটপে সময়ের সঙ্গে সঙ্গে ল্যাপটপের ব্যাটারির আয়ু কমে যাওয়ার সমস্যা দেখা যায়। খুব বেশি কাঠখড় না পুড়িয়েও কয়েকটি ছোট পরামর্শ মেনে চললে ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব। দেখুন কিভাবে ।


কিভাবেঃ

_
১. মুঠোফোনের মতো ল্যাপটপের ডিসপ্লে অতিরিক্ত চার্জ ব্যবহার করে ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। তাই ডিসপ্লের ব্রাইটনেস বা উজ্জ্বলতা যতটা সম্ভব কমিয়ে রাখতে পারেন। এ ছাড়া কিবোর্ডের ব্যাকলাইট বন্ধ করে রাখুন।
_
২. ইউএসবির মাধ্যমে ল্যাপটপে যুক্ত করা এক্সটার্নাল পণ্য ল্যাপটপের ব্যাটারি থেকে চার্জ গ্রহণ করে। ব্যাটারির আয়ু বাড়াতে কাজ শেষ হলেই এক্সটার্নাল ডিভাইসগুলো সরিয়ে ফেলুন।
_
৩. ল্যাপটপ অতিরিক্ত গরম হলে এর ভেতরের পাখা দ্রুত ঘুরতে থাকে, যা ব্যাটারি থেকে অতিরিক্ত চার্জ ব্যবহার করে। তাই ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে ল্যাপটপ কুলার ব্যবহার করতে পারেন।
_
৪. ল্যাপটপ স্ট্যান্ডবাই মোডে রাখার চেয়ে হাইবারনেট মোডে রাখুন।
_
৫. উইন্ডোজনির্ভর ল্যাপটপগুলোতে পাওয়ার প্ল্যান সেটিংস বিল্ট ইন থাকে। এই পাওয়ার প্ল্যান থেকে সুবিধামতো অতিরিক্ত চার্জ গ্রহণ করে, এমন বিষয়গুলো বন্ধ করে রাখতে পারেন।
_
৬. ব্যাটারির আয়ু-সম্পর্কিত তথ্য জানতে ব্যাটারি কেয়ার নামের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ব্যাটারির চার্জ চক্র, সিপিইউ ব্যবহার, ল্যাপটপের তাপ-সংক্রান্ত নানা তথ্য জানাতে পারে।

Saturday, June 8, 2013

কম্পিউটার হ্যাকিং বন্ধ করার ব্যবস্থা।

অনেক সময় হ্যাকার অনেক দূরের তার
কম্পিউটারে বসে ইন্টারনেট এর
মাধ্যমে কম্পিউটারের সকল ইনফর্মেশন
চুরি করে নেয় । তবে নিচের ট্রিকস এর
মাধ্যমে আপনি তা বন্ধ করতে পারবেন ।
প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার প্রেস করুন ।
এবার Local Computer Policy > Administrative Templates > NetMeeting এ যান । এখানে এবার ডান পাশের Disable remote Desktop Sharing এ ডান ক্লিক করে Properties select করুন । এবার Disable remote Desktop Sharing এ Enabled সিলেক্ট করে OK করে বের হয়ে আসুন ।

ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে (রিমোট) অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ।


ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে (রিমোট) অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছেজনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে টিমভিউয়ার অন্যতম তবে লগমিইন দ্বারা আরও সহজেই কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়লগমিইনের আসল সুবিধা হলো, যিনি কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তার কম্পিউটারে সফটওয়্যার থাকার দরকার নেই, ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করা যায়শুধু ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকলেই হয়আর প্রতিবার গোপন নম্বরের (পাসওয়ার্ড) ঝামেলা নেইএ জন্য www.logmein.com সাইটে গিয়ে নিবন্ধন করে সফটওয়্যারটি নামিয়ে নিনএবার ক্লাইন্ট (রিমোট) কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করুনইনস্টল করার সময় LogMeIn Free অপশনটি নির্বাচন করে ইনস্টল করুন আর যে ই-মেইল দ্বারা নিবন্ধন করেছেন সেই ই-মেইল এবং লগইন পাওসয়ার্ড লাগবেইনস্টল করার সময় ইন্টারনেট সংযোগ থাকতে হবে কম্পিউটারের চলতি ইউজারে কোনো পাসওয়ার্ড সেট করা না থাকলে ইনস্টল করার সময় ওই কম্পিউটারের জন্য একসেস কোড দিতে হবে, যার দ্বারা ভবিষ্যতে কম্পিউটারটিতে প্রবেশ করার সময় লাগবেলগমিইন সফটওয়্যারটি অপারেটিং সিস্টেম চালুর সঙ্গে সঙ্গে চালু হবে এবং সিস্টেমট্রেতে এর আইকন থাকবে এভাবে একাধিক কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেনসফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াও ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করেএবার www.logmein.com লগইন করে My Computers-এ ক্লিক করলে ইন্টারনেট যুক্ত থাকা কম্পিউটারগুলো অনলাইন অবস্থায় দেখাবে, ইন্টারনেট যুক্ত না থাকলে অফলাইন অবস্থায় থাকবেএখন যে কম্পিউটারে প্রবেশ করতে চাই সেই কম্পিউটারের ওপরে ক্লিক করুন এবং ওই কম্পিউটারের লোকাল ইউজার এবং পাসওয়ার্ড অথবা কম্পিউটার অ্যাকসেস কোড দিয়ে কম্পিউটারে প্রবেশ করুনকম্পিউটার নিয়ন্ত্রণের পাশাপাশি ওই কম্পিউটারের ব্যবহারকারীর সঙ্গে চ্যাটিং করা যাবে